Thursday, January 29, 2026

জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

Date:

Share post:

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার, কলকাতায় (Kolkata) ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৮২ হাজার টাকা ছাড়িয়ে এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। একইভাবে রুপোর দামও পাল্লা দিয়ে বেড়ে কেজি প্রতি ৪ লক্ষ টাকা পার করে যাওয়ায় বিয়ের মরসুমে ঘোর বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বাজারদর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Price) ছিল ১ লক্ষ ৮২ হাজার ৩৩৫ টাকা। ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ১৬ হাজার ৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম গ্রামপ্রতি ১৩ হাজার ৪১৪ টাকা। আরও পড়ুন: মাধ্যমিকের সময় সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণে নয়া নিয়ম কলকাতা পুলিশের

শুধু সোনা নয়, রুপোর দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার রুপোর দর গ্রাম প্রতি ৪১০ টাকা। সেই হিসেবে ১০ গ্রামের দাম ৪ হাজার ১০০ টাকা, ১০০ গ্রাম কিনতে খরচ ৪১ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম ছুঁয়েছে ৪ লক্ষ ১০ হাজার টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে চলা রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। এর পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হারে কোনও পরিবর্তন না করায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সবাই এখন সোনা ও রুপোর দিকেই ঝুঁকছেন। আন্তর্জাতিক বাজারেও এই একই দাম বাড়ার ছবি ধরা পড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে এ শহরের বাজারে।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তাতে সোনা বা রুপো উপহার দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই রীতি বজায় রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে। মাত্র কয়েক মাস আগেও যেখানে ১০ হাজার টাকার মধ্যে মোটামুটি একজোড়া কানের দুল পাওয়া যেত, এখন সেই বাজেটে সোনার দোকানে ঢোকাই মুশকিল। ফলে বিয়ে বা অন্নপ্রাশনের মতো সামাজিক অনুষ্ঠানে উপহার দেওয়া নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে মধ্যবিত্ত বাঙালি।

spot_img

Related articles

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি...

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...