Friday, November 28, 2025

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সংসদে বিবৃতি দাবি অভিষেকের

Date:

Share post:

বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সোমবার সংসদ চত্বরে সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ৯ ডিসেম্বর ঢাকায় যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাঁদর মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ কেন্দ্রের। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সংসদে প্রকাশের দাবি জানান তৃণমূল (TMC) সাংসদ।

অভিষেক এদিন বলেন, “সরকারের সিদ্ধান্তের পাশে আছে বাংলার সরকার। কিন্তু কোনও মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় গেলে তাদের উচিত সংসদে এসে সদস্যদের সে বিষয়ে আপডেট করা। এটা সংসদীয় রাজনীতির একটি অংশ। এটি একটি ন্যূনতম সৌজন্য, যা প্রতিটি সংসদ সদস্য সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। ফলে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার বিষয় সংসদে প্রকাশ করা উচিত।”

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “যদি সরকার তা করতে না চায়, তাহলে বুঝতে হবে ১৪০ কোটি ভারতীয়কে অন্ধকারে রাখতে চাইছে সরকার।” একই সঙ্গে তিনি সাফ জানান, “সরকার যদি এভাবে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিভ্রান্ত করতে চায়, তাহলে দেশের মানুষও সঠিক সময়ে সরকারকে যোগ্য জবাব দেবে।”

“বাংলাদেশে (Bangladesh) যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যিই দুর্ভাগ্যজনক” বলে আগেই অভিষেক জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের কী অবস্থান হবে তা স্থির করবে কেন্দ্রীয় সরকার। এটা আন্তর্জাতিক বিষয়। এই বিষয়ে বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সেটাই তৃণমূল সমর্থন করবে।

এদিন অভিষেক বলেন, বাংলাদেশ থেকে বিদেশ সচিব ফিরে আসার পরেও মোদি সরকার সংসদে এখনও কোনও বিবৃতি দেয়নি৷  অবিলম্বে সরকারকে সংসদে বিবৃতি দিতে হবে বলে দাবি জানান তৃণমূল সাংসদ।

spot_img

Related articles

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...