Saturday, November 8, 2025

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সংসদে বিবৃতি দাবি অভিষেকের

Date:

Share post:

বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সোমবার সংসদ চত্বরে সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ৯ ডিসেম্বর ঢাকায় যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাঁদর মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ কেন্দ্রের। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা সংসদে প্রকাশের দাবি জানান তৃণমূল (TMC) সাংসদ।

অভিষেক এদিন বলেন, “সরকারের সিদ্ধান্তের পাশে আছে বাংলার সরকার। কিন্তু কোনও মন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় গেলে তাদের উচিত সংসদে এসে সদস্যদের সে বিষয়ে আপডেট করা। এটা সংসদীয় রাজনীতির একটি অংশ। এটি একটি ন্যূনতম সৌজন্য, যা প্রতিটি সংসদ সদস্য সরকারের কাছ থেকে প্রত্যাশা করে। ফলে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার বিষয় সংসদে প্রকাশ করা উচিত।”

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “যদি সরকার তা করতে না চায়, তাহলে বুঝতে হবে ১৪০ কোটি ভারতীয়কে অন্ধকারে রাখতে চাইছে সরকার।” একই সঙ্গে তিনি সাফ জানান, “সরকার যদি এভাবে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিভ্রান্ত করতে চায়, তাহলে দেশের মানুষও সঠিক সময়ে সরকারকে যোগ্য জবাব দেবে।”

“বাংলাদেশে (Bangladesh) যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যিই দুর্ভাগ্যজনক” বলে আগেই অভিষেক জানিয়েছিলেন, বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের কী অবস্থান হবে তা স্থির করবে কেন্দ্রীয় সরকার। এটা আন্তর্জাতিক বিষয়। এই বিষয়ে বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সেটাই তৃণমূল সমর্থন করবে।

এদিন অভিষেক বলেন, বাংলাদেশ থেকে বিদেশ সচিব ফিরে আসার পরেও মোদি সরকার সংসদে এখনও কোনও বিবৃতি দেয়নি৷  অবিলম্বে সরকারকে সংসদে বিবৃতি দিতে হবে বলে দাবি জানান তৃণমূল সাংসদ।

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...