Thursday, January 15, 2026

নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া, নেতৃত্বে জশ ইংলিশ

Date:

Share post:

নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ।এই সিরিজে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট মিচেল মার্শকে বিশ্রাম দেওয়া হয়েছে।এই সিরিজে থাকবেন না ট্রাভিস হেডও। ইংলিশ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও নেতৃত্ব দেবেন। পার্থে সেই ম্যাচে থাকবেন না অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউড। তিনজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে।

শুধু এই তিন ক্রিকেটার নন, সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন মিচেল স্টার্ক, মারনাস লাবুশেনও। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি নেবেন তারা।শেষ ওয়ানডের জন্য জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন, জশ ফিলিপেকে দলে আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে হ্যাজলউডের কাভার হিসেবে দলে আনা পেসার ল্যান্স মরিসকেও পার্থে শেষ ওয়ানডের দলে ধরে রাখা হয়েছে অর্থাৎ, হ্যাজলউড শুধু অ্যাডিলেডে হওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিই খেলবেন।

২৯ বছর বয়সী ইংলিশ অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মার্শের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন হেড। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য এই সিরিজে থাকছেন না হেডও।অধিনায়ক হিসেবে ইংলিশের নাম ঘোষণা অনেকের কাছে কিছুটা চমকও বটে। কারণ, এই ব্যাটসম্যান কখনও বিগ ব্যাশেও নেতৃত্ব দেননি।তবে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট তাঁর ওপর আগেই ভরসা দেখিয়েছে। ২০২২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী প্রাইম মিনিস্টার একাদশের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল ইংলিশকে।

জর্জ বেইলি এই প্রসঙ্গে বলেছেন, ‘জশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া এ দলকে নেতৃত্ব দিয়েছে, এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

উদ্ভাবন ও সমন্বয়ের মধ্য দিয়ে ভারতের উত্থান নিশ্চিত করছে স্টার্টআপ সংস্থাগুলি

পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ দেশজুড়ে এক সমন্বিত ও উদ্ভাবনী পরিবেশ গড়ে তুলেছে, যেখানে যুব...

শীতের দুপুরে বড়বাজারে অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন

ফের বড়বাজারে অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার, বড়বাজারের (Burabazar) বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হওয়ায়...

নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা, নথির তালিকায় ব্রাত্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও

এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশ করার পর চলছে শুনানি প্রক্রিয়া। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা...

প্রযোজনা সংস্থার টাকা আটকে বিপাকে যশ-নুসরত, সমন পেলেন তারকা জুটি!

আইনি জটিলতায় পড়লেন টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান (Yash Dasgupta and Nusrat Jahan)। প্রযোজনা সংক্রান্ত...