Wednesday, December 24, 2025

নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া, নেতৃত্বে জশ ইংলিশ

Date:

Share post:

নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ।এই সিরিজে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট মিচেল মার্শকে বিশ্রাম দেওয়া হয়েছে।এই সিরিজে থাকবেন না ট্রাভিস হেডও। ইংলিশ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও নেতৃত্ব দেবেন। পার্থে সেই ম্যাচে থাকবেন না অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউড। তিনজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে।

শুধু এই তিন ক্রিকেটার নন, সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন মিচেল স্টার্ক, মারনাস লাবুশেনও। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি নেবেন তারা।শেষ ওয়ানডের জন্য জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন, জশ ফিলিপেকে দলে আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে হ্যাজলউডের কাভার হিসেবে দলে আনা পেসার ল্যান্স মরিসকেও পার্থে শেষ ওয়ানডের দলে ধরে রাখা হয়েছে অর্থাৎ, হ্যাজলউড শুধু অ্যাডিলেডে হওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিই খেলবেন।

২৯ বছর বয়সী ইংলিশ অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মার্শের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন হেড। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য এই সিরিজে থাকছেন না হেডও।অধিনায়ক হিসেবে ইংলিশের নাম ঘোষণা অনেকের কাছে কিছুটা চমকও বটে। কারণ, এই ব্যাটসম্যান কখনও বিগ ব্যাশেও নেতৃত্ব দেননি।তবে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট তাঁর ওপর আগেই ভরসা দেখিয়েছে। ২০২২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী প্রাইম মিনিস্টার একাদশের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল ইংলিশকে।

জর্জ বেইলি এই প্রসঙ্গে বলেছেন, ‘জশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া এ দলকে নেতৃত্ব দিয়েছে, এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...