Sunday, August 24, 2025

মাঠে ফিরেই বল হাতে দাপট শামির, দাঁড়িয়ে হ্যাটট্রিকের সামনে

Date:

মাঠে নেমেই বল হাতে দাপট দেখালেন মহম্মদ শামি। গতকাল থেকে বাংলার হয়ে রঞ্জিট্রফির ম্যাচে নেমেছেন ভারতীয় পেসার। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিন বল হাতে দাপট দেখাতে না পারলেও, দ্বিতীয় দিন জ্বলে উঠলেন তিনি। নিলেন ৪ উইকেট। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে শামি। শামির সৌজন্যে ধসে যায় মধ্যপ্রদেশ। ১৬৭ রানে শেষ হল তাদের ইনিংস। বাংলা লিড নিল ৬১ রানে।

মাত্র ১৯ ওভার বল করে শামি দখলে আসে চার উইকেট। মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা , সারাংশ জৈন, কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়ার উইকেট তোলেন শামি।  মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মাকে আউট করেন উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে। এরপর বোল্ড করে দেন সারাংশ জৈনকে। পরের দিকে দুই টেলএন্ডার কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়াকে পর পর দু’বলে ফিরিয়ে দেন শামি। হ্যাটট্রিকের সামনে তিনি। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট নিলেই হ্যাটট্রিক করে ফেলবেন ভারতীয় পেসার। ১৯ ওভার শেষে শামি ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন শামি।

গত একদিনের বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। একের পর এক চোটআঘাতে কাবু ছিলেন তিনি। হয় অস্ত্রোপ্রচার। এনসিএতে চোট সারিয়ে ফিট হন শামি। তবে তাঁর জায়গা হয়নি বর্ডার-গাভাস্কর ট্রফির স্কোয়াডে। তবে তিনি রঞ্জিতে ফিরেছেন। কারণ তাঁর লক্ষ্য ভারতীয় দল।

আরও পড়ুন- ‘ছেলের কেরিয়ার নষ্ট করেছেন ধোনি-বিরাট-রোহিত-দ্রাবিড়’ অভিযোগ সঞ্জুর বাবার


Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version