Monday, August 25, 2025

কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রের অনুপস্থিতির কারণে চার্জ গঠন হল না। অনুপ মাঝি ওরফে লালা-সহ ৪৮ জন অভিযুক্ত সশরীরে হাজির থাকলেও হল না চার্জগঠন। ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বিকাশ মিশ্রকে ভার্চুয়াল হাজিরার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এদিকে পকসো মামলায় বিকাশ মিশ্রের ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। পকসো মামলায় পুলিশ হেফাজত হওয়ায় হল না ভার্চুয়ালি হাজিরা। গতকাল পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। আসানসোল সিবিআই আদালত থেকে বিকাশের ভার্চুয়াল হাজিরার জন্য প্রেসিডেন্সি জেলে মেল করা হয়।

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার জেরে আসানসোল আদালতে হল না সিবিআইয়ের মামলায় চার্জ গঠন। যার জেরে বিরোধীরা প্রশ্ন তুলছে, চার্জ গঠন আটকাতেই কি হঠাৎ এই গ্রেফতারি? যদিও, তৃণমূলের পাল্টা দাবি, কোনওকিছু আটকানোর জন্য কিছু করা হয়নি।

কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর ‘পকসো’ মামলায় গ্রেফতারি। আদালতে পুলিশ হেফাজতের নির্দেশ। এবং তার জেরে কয়লাপাচারকাণ্ডে CBI-এর মামলায় চার্জ গঠন আটকে যাওয়া। এই ঘটনাক্রম রাজ্য রাজনীতিতে উস্কে দিল নতুন বিতর্ক।আলিপুর জাজেস কোর্টে পেশ করা হলে তাঁকে বৃহস্পতিবার অবধি পুলিশ হেফাজতে পাঠান বিচারক।এদিকে আসানসোল আদালতে, কয়লা পাচার মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলে আইনজীবী জানান, বিকাশ মিশ্রকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের দাবি, বিকাশ মিশ্রকে যাতে ভার্চুয়ালি পেশ করা যায়, সে জন্য একটি ইমেল করেন বিচারক। এরপর দুপুর একটায় তিনি ফের শুনানিতে বসলেও, তখনও ই-মেলের কোনও জবাব আসেনি।

আলিপুর আদালত বিকাশ মিশ্রকে পকসো মামলায় বৃহস্পতিবার অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।এর জেরে আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে CBI-এর মামলায় আর চার্জগঠন আর সম্ভব হয়নি। ২০২২ সালে, দীর্ঘ টানাপোড়েনের পর, কেন্দ্রীয় এজেন্সি ED যখন কোর্ট থেকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র আদায় করে ফেলেছে, তখনই আচমকা আসে নতুন ট্য়ুইস্ট! শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূলকর্মী ঠিক সেই সময়ই অভিযোগ দায়ের করেন, যে এক বছর আগে তাঁকে খুনের চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই মামলায় অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় দুবরাজপুর আদালত। যার জেরে ইডি কিছুদিন অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যেতে পারেনি। এবার কয়লা পাচারকাণ্ডে CBI-এর মামলায়, বিকাশ মিশ্রর বিরুদ্ধে চার্জ গঠনের ঠিক আগে, পকসো মামলায় তাকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। আদালত এই মামলায় পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ায় আপাতত আটকে গিয়েছে চার্জ গঠন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version