Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) প্রীতি ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ড্র করল ভারত। এদিন হায়দরাবাদে প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মানোলো মার্কেজের দল। সেই ম্যাচে এক গোলে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করে ব্লুজরা। এই ড্র-এর ফলে এবছর কোনও ফুটবল ম্যাচে জিততে পারল না ভারত।

২) আগামি শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর এরই মধ্যে দল নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ার এবং মর্নি মর্কেল। বললেন অজিদের বিরুদ্ধে খেলার জন্য তৈরি টিম ইন্ডিয়া।

৩) আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে প্রথম টেস্ট । তবে তার আগে একের পর এক আক্রমণ টিম ইন্ডিয়াকে করে চলেছেন প্রাক্তন অজি ক্রিকেটাররা। বিরাট কোহলি, গৌতম গম্ভীরদের খোঁচা দিয়ে চলেছেন রিকি পন্টিং, টিম পেইন, গ্লেন ম্যাকগ্রারা। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। বললেন, বাইরের কথায় পাত্তা দিতে না।

৪) সামনেই ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলছে মেগা নিলামের আসর। এই নিলামে দেখা যাবে একাধিক চমক। নিলামে নাম রয়েছে, শ্রেয়স আইয়র, কেএল রাহুল, ঋষভ পন্থের মতন ক্রিকেটার। আর এবারের নাকি নিলামে আলোড়ন পড়তে চলেছে। এমনটাই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। আর সেটা শ্রেয়স আইয়রকে নিয়ে।

৫) সামনেই বর্ডার-গাভাস্কর ট্রফি। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই সিরিজের আগে বিরাট কোহলি-গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ