Sunday, August 24, 2025

পারথে চলছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অজিদের বিরুদ্ধে ৫ উইকেট নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। আর সেই সুবাদে নজির গড়েন তিনি।

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। প্রথম দিনই ৪ উইকেট নেন বুমরাহ। আর আজ সকালে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে আউট করে ৫ উইকেট ঝুলিতে ভরেন তিনি। আর সেই সুবাদেই নজির গড়েন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯৯টি উইকেট নেওয়া বোলার শুধু এ বারের প্রতিযোগিতাতেই নিলেন ৫০ উইকেট। বুমরাহই ভারতের প্রথম পেসার, যিনি এই কীর্তি গড়লেন। এর আগে এই কীর্তি ছিল ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে ৭১ টি উইকেট। এবং রবীন্দ্র জাদেজা। জাড্ডুর ঝুলিতে রয়েছে ৫১ টি উকেট। অশ্বিন তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৫০টির বেশি উইকেট নিয়েছেন।

শুধু তাই নয়, আরও একটি নজির গড়েছেন যশপ্রীত বুমরাহ। এই বছর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৬১টি উইকেট নিয়েছেন তিনি। যা সর্বোচ্চ। ১৮টি ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন বুমরাহ। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তিনি ২৮ ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন। এই বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাতেও শীর্ষে ভারতীয় পেসার। ১০ ম্যাচে নিয়েছেন ৪৬টি উইকেট। পিছনে ফেলে দিয়েছেন জাদেজাকে। তিনি ১০ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে বাগানের সামনে জামশেদপুর


Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version