Sunday, November 16, 2025

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের মাঝেই সিরাজের কপালে ঝুলছে আইসিসির শাস্তির খাঁড়া

Date:

গতকাল থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। পিঙ্ক বলের টেস্টে শুরুটা একেবারেই ভালো হয়নি টিম ইন্ডিয়ার। প্রথম ইনিংসে দেখা গিয়েছে ব্যাটিং ব্যর্থতা। আর এবার জানা যাচ্ছে শাস্তির খাঁড়া ঝুলছে ভারতীয় বোলার মহম্মদ সিরাজের ওপর। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি শাস্তি দিতে পারেন সিরাজকে। জানা যাচ্ছে, প্রথম দিনের খেলায় অজি ব্যাটার লাবুশানেকে লক্ষ্য করে বিপজ্জনকভাবে বল ছোঁড়ায় শাস্তি পেতে পারেন সিরাজ।

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ২৫তম ওভারে বল করছিলেন সিরাজ। উলটো দিকে ছিলেন লাবুশানে। আচমকাই লাবুশানে ক্রিজ থেকে বেরিয়ে যান। লাবুশানে সড়ে দাঁড়ানোয় বিরক্ত হন সিরাজ। আচমকা তিনি বল ছুঁড়ে বসেন লাবুশানেকে । আসলে সাইটস্ক্রিনের ধার দিয়ে এক ব্যক্তি অনেকগুলো বিয়ারের গ্লাস নিয়ে যাচ্ছিলেন। একটার উপর একটা রাখায় তা দেখতে অনেকটা সাপের মতো দেখায়। যে কারণে একে বিয়ার স্নেকও বলা হয়। তাতেই কিছুটা বিভ্রান্ত হয়ে সরে দাঁড়ান লাবুশানে। কিন্তু উলটো দিক থেকে সেটা বোঝার উপায় ছিল না সিরাজের। লাবুশেন সরে দাঁড়ানোয় ভারতীয় পেসার বিরক্ত হন। যদিও তখন বিষয়টা বেশিদুর এগোয়নি। কিন্তু এখন শোনা যাচ্ছে সিরাজকে শাস্তি পেতে হতে পারে। ম্যাচ রেফারি পুরো ব্যাপারটা দেখছেন। আসলে আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি এভাবে অন্য কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল এমনকী সমর্থকদের দিকে বল বা অন্য কোনও ক্রিকেটীয় সামগ্রী ছুড়ে দেন, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়াও, আইসিসির নিয়মে বলা হয়েছে, বল ছোড়া যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া এবং ফিল্ডিং করার উদ্দেশ্য ছাড়া হয়ে থাকে, তাহলে অভিযুক্ত ক্রিকেটারকে আইসিসির লেভেল ওয়ান অফেন্সে দোষী হিসাবে গণ্য করা হবে। আর সিরাজ সেই আওতায় পরতে চলেছেন।

আরও পড়ুন- আজ অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়ান, জয়ই লক্ষ্য লাল-হলুদের


Related articles

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...
Exit mobile version