Wednesday, November 12, 2025

তদন্ত সহজে শেষ হওয়ার নয়: সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন কুন্তলের

Date:

সুপ্রিম কোর্টে (Supreme Court) জামিন পেলেন নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ Kuntal Ghosh)। দীর্ঘমেয়াদী সিবিআই (CBI) তদন্ত বলে উল্লেখ করে জামিন মঞ্জুর শীর্ষ আদালতের। এক সপ্তাহ আগেই ইডি-র (ED) তদন্তে জামিন পেয়েছিলেন কুন্তল। এই জামিনে জেলমুক্তির পথে কুন্তল। শুক্রবার এই রায় জানান সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।

শুক্রবার শর্তসাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। নিয়োগ মামলার তদন্ত শীঘ্র শেষ হবে না। ফলে জামিনের আবেদনকারী কুন্তলকে অনির্দিষ্টকালের জন্য জেলে রেখে দেওয়া অপরাধের বিচারের ক্ষেত্রে একটি সুপ্রতিষ্ঠিত বিচার ব্যবস্থার উপরে নির্ভরযোগ্যতা দান করে না, পর্যবেক্ষণ বেঞ্চের। জামিন মঞ্জুর করতে সুপ্রিম কোর্টের শর্ত কুন্তলকে জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট (passport)। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমে মামলা নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না, কোনও সরকারি পদে যোগ দিতে পারবেন না।

গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ইডি-র মামলায় জামিন পেয়েছেন কুন্তল। শুক্রবার কুন্তলের জামিনের আবেদন করে আইনজীবী দাবি করেন ১৯ মাস জেলবন্দী কুন্তল। এই মামলার তিনজন ইতিমধ্যেই জামিন পেয়েছেন। পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, তদন্তের জন্য সিবিআই-কে (CBI) সময় দিতেই হবে। সিবিআই ১৮৩ জন সাক্ষীকে উপস্থাপনের আবেদন জানিয়েছিল। সেই প্রক্রিয়া শেষ হয়নি। তাই এত দীর্ঘ সময় জেলবন্দী রাখা আইনানুগ নয় পর্যবেক্ষণ করেই জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version