Wednesday, November 12, 2025

অ্যাডিলেডে টেস্টের আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে সুবিধা টিম ইন্ডিয়ার

Date:

৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। আর এই টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে-এ কিছুটা সুবিধা পেল ভারতীয় দল। ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ । আর প্রথম টেস্ট ম্যাচে মন্থর বোলিং-এর জন্য শাস্তি পেল নিউজিল্যান্ড-ইংল্যান্ড দল। পয়েন্ট কাটা গেল দু’দলের। আর এর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে-এ নিজেদের জায়গা আরও পাকা করল রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ডের পয়েন্ট কাটা যাওয়ায় তাঁরা মোটামুটিভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল। ভারতের মূল লড়াই আপাতত দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। জানা যাচ্ছে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড নির্দিষ্ট সময়ের মধ্যে তিন ওভার করে কম বল করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলের অধিনায়ক টম লেথাম এবং বেন স্টোকসকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এবং একই সঙ্গে দু’দলের ৩ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। ইংরেজরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে আগেই সরে গিয়েছে। কিন্তু লড়াইতে ছিল কিউইরা। তবে পয়েন্ট কাটায় তারা এবার চাপে পড়ল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার একটিতে। ভারতের পয়েন্ট ১১০। শতাংশের হিসাবে ৬১.১১। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- অ্যাডিলেডে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট, ছোঁয়ার সুযোগ রয়েছে ব্র্যাডম্যানকে


Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version