Friday, November 28, 2025

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে নামার স্বস্তির খবর ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার

Date:

Share post:

পার্থ টেস্টে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। তবে প্রথম ছিলেন না ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিল। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট । দিন রাতের টেস্টের আগে খুশির খবর ভারতীয় শিবিরে। পিঙ্ক বল টেস্টের আগে অনুশীলনে ফিরলেন শুভমন। ফলে দ্বিতীয় টেস্টে গিলের খেলার সম্ভাবনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকালে ভারতীয় দলের নেটে ব্যাট হাতে নেমে পড়তে দেখা গেল গিলকে।

পারথ টেস্টের আগে স্লিপে ফিল্ডিং করার সময় চোট পাওয়ায় প্রথম ম্যাচে নামতে পারেননি গিল। তবে দ্বিতীয় টেস্টের আগে সময় থাকায় ভারতীয় দল আশাবাদী ছিল, দিন রাতের টেস্টের আগে ফিরবেন তিনি। সাংবাদিক সম্মেলনেও আশার কথা জানিয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল। মাঝে যদিও খবর রটে গিয়েছিল, গিলের আঙুলের চোট সারতে নাকি বেশি সময় লাগছে। তাই অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও সম্ভবত নামতে পারবেন না শুভমান। তবে সে সব আশঙ্কাকে তুড়ি মেরে ব্যাট হাতে তাঁকে দেখা গেল এদিন।

ব্যাটে-বলে দারুণ হিট করার পাশাপাশি বেশ ভালোভাবে বল ছেড়েছেন। যা দেখে অনেকটাই স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। তার আগে শনিবার থেকে ক্যানবেরায় একটি প্র্যাক্টিস ম্যাচও খেলবে ভারত। সেই অনুশীলন ম্যাচে গিল নামবেন কিনা, সেই নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। গিল অ্যাডিলেড টেস্টে খেলবেন কিনা, সরকারিভাবে সেই নিয়েও কিছু জানানো হয়নি টিম ম্যানেজমেন্টের তরফে।

অন্যদিকে প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে রোহিত শর্মা। নেটে যথেষ্ট ভাল ছন্দে দেখা যায় তাঁকে। রোহিত ফিরে এলে বদলে যাবে ভারতীয় দল। ওপেন করতে নামবেন রোহিত ও জয়সওয়াল। সেক্ষেত্রে কেএল রাহুলকে পরের দিকে নামতে হবে। বাদ পড়বেন দেবদত্ত পাডিক্কল। তাঁর জায়াগায় দলে আসবেন গিল।

আরও পড়ুন- ফের ক্রিকেট মাঠে ম.র্মান্তিক দু.র্ঘটনা, হৃ.দরোগে আক্রান্ত হয়ে প্রা.ণ গেল ৩৫ বছরের ইমরানের


spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...