Friday, November 28, 2025

অজিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট-রোহিতরা, ক্ষুব্ধ গাভাস্কর

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ইতিমধ্যে ধাপে ধাপে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ঠিক ছিল অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু এখন সূত্রের খবর, কোন প্রস্তুতি ম্যাচ খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর এতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তাঁর মতে নেটে অনুশীলন এবং ম্যাচ খেলার মধ্যে অনেক তফাত রয়েছে।

এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কর বলেন, “ ভারত এ দলের বিরুদ্ধে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ বাতিলের সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন। ম্যাচ খেলার থেকে ভাল অনুশীলন কিছু হতে পারে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচের মতো হয় না। অনেকক্ষণ নেটে সময় কাটানোর পরেও ম্যাচ খেলতে নেমে অল্প রানে আউট হয় ব্যাটারেরা। যে কারণে ভারত বিদেশের বার বার মাটিতে প্রথম টেস্ট হারে। তারপর সিরিজে ফেরে। এই কারণেই অনুশীলন ম্যাচ খেলাটা জরুরি ছিল।” এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” এটা ঠিক ভারত এ দলের বোলারেরা হয়তো মূল দলের ব্যাটারদের খুব কঠিন পরীক্ষার মুখে ফেলবে না। মূল ব্যাটারদের চোট লাগুক সেটা চাইবে না ওরা। কিন্তু তবুও ম্যাচ খেলা জরুরি। কারণ নেটে একজন ব্যাটার তিন-চার বার আউট হলেও খেলতে পারে। তাই অনেক চাপমুক্ত ভাবে ব্যাট করে তারা। ম্যাচ খেললে সেটাই বদলে যায়। মানসিকতায় বদল হয়। ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি হয়। বোলারেরাও একটা ছন্দ পায়।”

সদ্য দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। সেই সিরিজে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে ওঠে প্রশ্ন। কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি রোহিত-বিরাটরা।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, মাঠে ফিরছেন শামি, বাংলার হয়ে বল হাতে ফিরছেন তারকা পেসার


spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...