Friday, August 22, 2025

লাগাতার বিরোধীদের চাপ, ওয়াকফ সংশোধনী জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি মানল বিজেপি

Date:

জেপিসির বৈঠকে লাগাতার বিরোধীদের সরব হওয়ার জেরে পিছু হঠতে বাধ্য হল বিজেপি। ওয়াকফ (WAQF) নিয়ে সবপক্ষের বক্তব্য শোনার দাবি তুলে বৈঠকে অশান্তির জেরে হাত কেটেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তারপরেও দাবি থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত সার্ভে (survey) সুষ্ঠুভাবে শেষ করে রিপোর্ট পেশের জন্য সংসদে আরও সময় চাওয়ার সিদ্ধান্তে সহমত হলেন বিজেপি সাংসদরাও।

বুধবার নয়াদিল্লিতে সংসদ ভবনে ছিল জেপিসির (JPC) শেষ বৈঠক৷ এই বৈঠকেই বিলটির খসড়া পেশ করা হয়৷ এই খসড়া দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন জেপিসির সদস্য, বিরোধী শিবিরের সাংসদরা৷ তাদের সাফ দাবি ছিল, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই বিলের সংশোধিত খসড়া (draft) তৈরি করা হল? এই অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে তাঁরা ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি আশ্বাসও দেন মেয়াদ বাড়ানোর। সেই সময়ে তাদের দাবি মানেননি চেয়ারম্যান জগদম্বিকা পাল (Jagadambika Pal)৷ প্রতিবাদে সভা থেকে ওয়াক আউটও (walk out) করেন বিরোধী সাংসদরা৷ সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভার স্পিকার একরকম আশ্বাস দিচ্ছেন আর জেপিসি চেয়ারম্যান (JPC Chairman) অন্য কথা বলছেন৷ সবার সঙ্গে আলোচনা না করেই কিভাবে বিলের খসড়া তৈরি করে ফেলা হল?

বিরোধীদের এই কড়া অবস্থানেই নড়ে চড়ে বসে শাসক শিবির৷ এর পরে বৈঠকের দ্বিতীয় পর্বে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) জেপিসি চেয়ারম্যানকে অনুরোধ করেন বিলটি (WAQF Bill) পর্যালোচনার জন্য ও জেপিসির মেয়াদ বাড়ানো হোক৷ বিরোধীদের পরে শাসক শিবিরের সাংসদের অনুরোধ আসায় নিরুপায় হয়েই জেপিসি চেয়ারম্যান সম্মত হন যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর জন্য৷ এবার সংসদে প্রস্তাবটি পাশ হলে বাজেট সেশনের শেষদিন অর্থাৎ এপ্রিল পর্যন্ত হতে পারে জেপিসির মেয়াদ।

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version