Thursday, November 13, 2025

লাগাতার বিরোধীদের চাপ, ওয়াকফ সংশোধনী জেপিসির মেয়াদ বাড়ানোর দাবি মানল বিজেপি

Date:

জেপিসির বৈঠকে লাগাতার বিরোধীদের সরব হওয়ার জেরে পিছু হঠতে বাধ্য হল বিজেপি। ওয়াকফ (WAQF) নিয়ে সবপক্ষের বক্তব্য শোনার দাবি তুলে বৈঠকে অশান্তির জেরে হাত কেটেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তারপরেও দাবি থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত সার্ভে (survey) সুষ্ঠুভাবে শেষ করে রিপোর্ট পেশের জন্য সংসদে আরও সময় চাওয়ার সিদ্ধান্তে সহমত হলেন বিজেপি সাংসদরাও।

বুধবার নয়াদিল্লিতে সংসদ ভবনে ছিল জেপিসির (JPC) শেষ বৈঠক৷ এই বৈঠকেই বিলটির খসড়া পেশ করা হয়৷ এই খসড়া দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন জেপিসির সদস্য, বিরোধী শিবিরের সাংসদরা৷ তাদের সাফ দাবি ছিল, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা না করেই কিভাবে এই বিলের সংশোধিত খসড়া (draft) তৈরি করা হল? এই অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে তাঁরা ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি আশ্বাসও দেন মেয়াদ বাড়ানোর। সেই সময়ে তাদের দাবি মানেননি চেয়ারম্যান জগদম্বিকা পাল (Jagadambika Pal)৷ প্রতিবাদে সভা থেকে ওয়াক আউটও (walk out) করেন বিরোধী সাংসদরা৷ সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভার স্পিকার একরকম আশ্বাস দিচ্ছেন আর জেপিসি চেয়ারম্যান (JPC Chairman) অন্য কথা বলছেন৷ সবার সঙ্গে আলোচনা না করেই কিভাবে বিলের খসড়া তৈরি করে ফেলা হল?

বিরোধীদের এই কড়া অবস্থানেই নড়ে চড়ে বসে শাসক শিবির৷ এর পরে বৈঠকের দ্বিতীয় পর্বে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) জেপিসি চেয়ারম্যানকে অনুরোধ করেন বিলটি (WAQF Bill) পর্যালোচনার জন্য ও জেপিসির মেয়াদ বাড়ানো হোক৷ বিরোধীদের পরে শাসক শিবিরের সাংসদের অনুরোধ আসায় নিরুপায় হয়েই জেপিসি চেয়ারম্যান সম্মত হন যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর জন্য৷ এবার সংসদে প্রস্তাবটি পাশ হলে বাজেট সেশনের শেষদিন অর্থাৎ এপ্রিল পর্যন্ত হতে পারে জেপিসির মেয়াদ।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version