হার নিশ্চিত বুঝেই দশদিন আগে ‌নিরুদ্দেশ হন শাহ

কণাদ দাশগুপ্ত

কণাদ দাশগুপ্ত: ‘আর কোনও আশা নেই’, এটা বুঝেই সম্ভবত দিনদশেক আগে মাঠ ছেড়ে বেরিয়ে যান বাংলার বিরুদ্ধে ‘খেলতে’ নামা গেরুয়া টিমের ‘ক্যাপ্টেন’ অমিত শাহ৷

কমিশনের নতুন জারি করা সভা-বিধিকে হাতিয়ার করে এ রাজ্যে কোনও প্রচার সভা করতে শাহ কার্যত অস্বীকার করেন৷ জানিয়েছিলেন, বাংলায় আর কোনও সভা করবেন না৷ ভার্চুয়াল সভা অন্তত করতে পারতেন তিনি, প্রধানমন্ত্রী শুক্রবার যেমন করেছেন৷ সে পথেও যাননি সেনাপতি৷ এজেন্সি রিপোর্ট ততক্ষণে শাহকে জানিয়ে দেয়, বাংলায় পদ্ম ফুটছে না৷

দায় এড়াতে আরও একটি কাজ তখন তিনি করেছিলেন৷ শেষ দু’‌দফার ভোট শাহ ছেড়ে দেন রাজ্য নেতৃত্বের হাতেই৷ বাংলা-দখলের খেলায় বঙ্গ-বিজেপিকে প্রথম দিন থেকে ‘দুধে-ভাতে প্লেয়ার’ হিসাবে মোদি- শাহ গণ্য করেছেন৷ এর কারন, দিল্লি জানে, বাংলায় তাঁদের দলের ‘প্লেয়ার’ -দের দৌড় কতখানি৷ জানে বলেই ‘বড়’ ম্যাচে স্রেফ দর্শক হিসাবে রাখা হয় বঙ্গ-বিজেপিকে৷ প্রার্থী বাছাই থেকে প্রচারের ধরন, কমিশন থেকে টাকা, সবকিছুই দিল্লির হাতে, বঙ্গ-টিম শুধু দেখেছে৷ এ সব জানার পরেও শেষ দু’দফার ৭১ আসনের ভোটের দায়িত্ব রাজ্য নেতাদের হাতে ছাড়ার অর্থ একটাই, দিল্লি নিশ্চিত হয়েছে, এই ‘ম্যাচ’ হাতছাড়া হয়ে গিয়েছে, আর ঘাম ঝরিয়ে লাভ নেই৷

২০২০ সালের দিল্লি বিধানসভা ভোটেও বিজেপি এমন তেড়েফুঁড়েই নেমেছিলো এবং শেষভাগে এসে মিইয়েও গিয়েছিলো৷ এখানেও প্রায় একই ছবি৷ শেষপর্যন্ত দিল্লিতে বিজেপির দখলে যায় মোট ৭০ আসনের মধ্যে ৮টি৷ বাংলায় ২০২১-এর ভোটে যত আসন বিজেপি পেয়েছে, ২০১৬-র ভোটে ৩ আসন পাওয়া এই দলের কাছে তা চমকপ্রদ ‘গ্রোথ’ ৷ আগামী ৫বছর এই সান্ত্বনা নিয়ে প্রতিটি দিন কাটাতে হবে নরেন্দ্র মোদি, অমিত শাহকে৷

মোটের উপর, রবিবার থেকে আর ‘ভালো’ নেই বিজেপি৷ ভোটপর্বের শুরুতে তৃণমূলের ভোট- স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপির আসনসংখ্যা তিন অঙ্ক, পেরোবে না৷ নির্বাচনের শেষলগ্নে বিজেপির ‘বডি- ল্যাঙ্গুয়েজ’-ই বলছে, সেদিন ঠিকই বলেছিলেন প্রশান্ত কিশোর ৷

আরও পড়ুন:পাহাড়ে ভোট কাটাকুটিতে বিজেপি ২, তামাংদের দখলে ১, কোণঠাসা গুরুং, কিশোর সাহার কলম

বিজেপি বরং এখনই ময়না তদন্তে নামুক, কেন এমন হলো ? খতিয়ে দেখুক, দলের বিশ্বস্ত আদিকর্মীদের ঘরে তুলে দিয়ে দলবদলু-দের সুয়োরানি বানানোর তথাকথিত ‘মাস্টারস্ট্রোক’ কতখানি আত্মঘাতী হলো !

Advt

Previous articleপাহাড়ে ভোট কাটাকুটিতে বিজেপি ২, তামাংদের দখলে ১, কোণঠাসা গুরুং, কিশোর সাহার কলম
Next articleদেশজুড়ে লকডাউন ছাড়া করোনা মোকাবিলা সম্ভব নয়, কেন্দ্রকে চাপ টাস্কফোর্সের