দেশাত্মবোধের এই ইতিহাস দেখুন, পড়ুন…

শহিদ বিনয়-বাদল-দীনেশ। শহিদ বাদল গুপ্তর ভাগ্নে বিশ্বনাথ দাশগুপ্ত। তিনিই আলোকপাত করেছেন এই ইতিহাসের। তাঁর ওয়াল থেকে নিয়েই (সামান্য পরিবর্তিত) পাঠকদের সামনে তুলে ধরল বিশ্ববাংলা সংবাদ। এরপর পড়বেন সেদিনের সেই অলিন্দ যুদ্ধের ধারাবাহিক রোমহর্ষক কাহিনি।
—————————————-

কিছু অতি-বিরল ছবি দেখাই… এই অগাস্টে এই ছবিগুলি দেখার আদর্শ দিন।
যদি নিতে হয়, দেশপ্রেম আত্মত্যাগের পাঠ নেব এঁদের থেকে। বিশ্বাসঘাতক আর এসএস চালিত বিজেপি’র নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে নয় । তাতে মোদীর দল যদি আমায় দেশদ্রোহী বলেন তো আমি গর্বিত এক দেশদ্রোহী। নরেন্দ্র মোদি আর অমিত শাহ এর কাছ থেকে আমাকে যে ইমানদারি শিখতে হবে না। এর জন্য আমি গর্বিত।

Previous articleঅবশেষে উঠলো টন টন ইলিশ, আশা, এবার দাম মধ্যবিত্তের আয়ত্তে
Next articleতাজমহল হাত কাটলেও তারাপীঠ স্বীকৃতি দিয়েছে নির্মান-কারিগরদের