ফের খুনের ঘটনা উত্তর দমদম পুর এলাকার নিমতায়। গতকাল, রবিবার রাতে পাটনা-ঠাকুরতলা এলাকায় পুরসভার এক কর্মীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মৃতের নাম অভিজিৎ বাড়ুই।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, জুন মাসে ওই এলাকাতেই তৃণমূলের ওয়ার্ড সভাপতি নির্মল কুণ্ডুকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এক্ষেত্রেও তদন্তকারীরা প্রাথমিকভাবে রাজনীতির গন্ধ পাচ্ছেন। তবে ব্যক্তিগত শত্রুতা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-“রাম কে নাম” তথ্যচিত্র প্রদর্শন ঘিরে প্রেসিডেন্সিতে বিতর্ক তুঙ্গে
