বঙ্গ- বিজেপি’র রদবদলের বৈঠক মঙ্গলবার, জল্পনা চরমে

একুশের বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সভাপতি থেকে বুথ সভাপতি পদে নাম বাছাইয়ের বিশেষ প্রাথমিক বৈঠক গেরুয়া শিবিরের। মঙ্গলবার বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠক বসছে ICCR প্রেক্ষাগৃহে। বৈঠকে বাংলার 18 জন সাংসদ, 14 জন বিধায়ক এবং 38 টি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ও বিশেষ কিছু নেতাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির তরফে থাকার কথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এবং সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের। এই বৈঠকেই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বুথ, মন্ডল, জেলা, রাজ্য প্রায় সব জায়গাতেই নেতা বাছাইয়ের কাজ করা হবে। লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির সাফল্যের পর বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েছে, তাতে বিভিন্ন জেলায় গেরুয়া শিবিরে আদি বনাম নব্যের দ্বন্দ্ব বাড়তেও শুরু করেছে। দলে শৃঙ্খলা এনে সেই সমস্ত গন্ডগোল কিভাবে রোখা যায়, তা বঙ্গ- বিজেপির নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। বৈঠকে এ বিষয়ে কিছু নির্দেশ দেবেন দিল্লির নেতারা। বিজেপির এই বৈঠকে রাজ্য সংগঠনে কতখানি অদল-বদলের সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে যেভাবে আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে অনেক জেলাতেই সংগঠনে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “সাংগঠনিক নির্বাচন নিয়ে সর্বস্তরের নেতাদের বার্তা দিতেই এই বৈঠক।”

Previous articleকিছুক্ষণের মধ্যেই আদালতে ফের চিদম্বরম মামলা
Next articleজুট মিল শ্রমিকের আত্মহত্যায় উত্তেজনা চন্দননগরে