রাজ্যে 1203 টি সেতুর সংস্কার প্রয়োজন, বিধানসভায় মন্তব্য শুভেন্দুর

রাজ্যে বর্তমানে 4579 সেতু আছে । এর মধ্যে 1203 টির সংস্কার প্রয়োজন। ধাপে ধাপে হবে সেই সংস্কার। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা জানালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি জানান, ‘রাজ্যে সেতু রয়েছে 4579টি। এর মধ্যে 560 সেতু প্রায় 50-60 বছরের পুরনো। 891টি সেতু জরাজীর্ণ অবস্থায় আছে। ধাপে ধাপে চলছে সেতুর সংস্কারের কাজ।’ 373 টি সেতুর সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে। 73 টি কাঠের সেতু পাকা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-শ্রীরামপুরের স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

 

Previous articleশ্রীরামপুরের স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
Next articleতিলোত্তমার বুকে আবেগে ভাসছে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা