‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এই কথাটার সঙ্গে সকলেই খুব পরিচিত। কলকাতা পুলিশের তরফ থেকে বহুবার এই নিয়ে আমজনতার মধ্যে সচেতনমূলক বার্তা দেওয়া হয়েছে। আর এবার 29 নম্বরের সমাজকর্মী বিট্টু সিং এই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে এক বাইক র্যালির আয়োজন করেন।
60 জন বাইকআরোহীকে নিয়ে এই র্যালি করা হয়। বাগমারী থেকে উল্টোডাঙা হয়ে ফের বাগমারীতে এই র্যালি শেষ হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন উল্টোডাঙার ট্রাফিক গার্ডের অ্যাসিসট্যান্ট কমিশনার আর এন ভাদুরী ও উল্টোডাঙা ট্রাফিক গার্ডের ওসি। সকলে মাথায় হেলমেট পরে এই বাইক র্যালি করেন। মানুষের মধ্যে হেলমেট পরে আইক চালানোর প্রবণতা যেন বাড়ে, এটাই ছিল এই র্যালির মন্ত্র, এমনটাই জানিয়েছেন আয়োজক বিট্টূ সিং।