হুগলির শ্রীরামপুরের একটি বেসরকারি স্কুলে কেজি ওয়ানের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ছাত্রীটির পরিবারের দাবি ওই স্কুলের নিরাপত্তারক্ষী শিশুটির শ্লীলতাহানি করেছে। বিষয়টি নিয়ে স্কুলে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলে শুরু হয় বচসা। সেখান থেকেই গোলমালের সূত্রপাত।

এরপর স্কুলের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের অভিভাবকরা। খবর পেয়ে পুলিশ। অভিযোগ, পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির পাশাপাশি গাড়িতেও ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন-গুগলের নয়া ফিচার! এবার ছবির লেখা সার্চ করা যাবে গুগলে
