ছাত্র-যুবদের সঙ্ঘবদ্ধ করতে বৈঠকে বসছেন মমতা

ফের ছাত্র-যুবদের সংঘবদ্ধ হওয়ার ডাক দিলেন  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  আগামী দু’বছরের লড়াইয়ে সবাইকে দলের পাশে থাকার আবেদন জানালেন তিনি। আশ্বাস দিলেন পরবর্তী 50 বছর সোনার বাংলা ফিরিয়ে দেওয়ার। এমনকি , 14 ও 15 নভেম্বর ছাত্রদের নিয়ে একটি কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবারের  সভায় প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার।তিনি বলেন, “বিজেপি সবাইকে চমকাচ্ছে, ভাবছে এভাবেই আমাদের থামানো যাবে। কিন্তু ওঁরা জানে না, যারা এসব দেখেনি তাঁদের ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া সম্ভব। কিন্তু যাঁরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে লড়াই করে এই জায়গায় পৌঁছেছে তাঁদের ভয় দেখিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়।”

আরও পড়ুন – ওরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চায়: ছাত্র সমাবেশ থেকে কেন্দ্রকে তোপ মমতার

Previous articleচিদম্বরমের জামিন খারিজ করা বিচারপতি অবসর নিতেই নতুন দায়িত্বে আনলেন মোদি
Next articleরোগী মৃত্যুর জেরে হেনস্থা, এই মেডিক্যালে আন্দোলনে নার্সরা