NADA-র সমস্যা মেটাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

WADA (ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি) ছয় মাসের জন্য NADA (ন্যাশানাল অ্যান্টি ডোপিং এজেন্সি)-কে সাসপেন্ড করেছে। যার ফলে ডোপ টেস্টিং ল্যাবটরিগুলিতে এর প্রভাব পড়েছে। তাই এবার এই বিষয়ে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ক্রীড়ামন্ত্রী ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবটরির কর্মীদের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে, আভ্যন্তরীণ সমস্যার কারণে জাতীয় ল্যাবটরিগুলিতে সুষ্ঠ কার্যকারিতা প্রভাবিত করার চেষ্টা করলেও তার অচিরেই সেই সমস্যা মিটে যাবে। তিনি বলেন, ‘আমি ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবটরি (NDTL)-র কর্মীদের সঙ্গে কথা বলেছি। এই সমস্যা মেটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ এভাবেই সকলকে আশ্বস্ত করেছেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন – বুমরা-রাহানের দাপটে অ্যান্টিগা টেস্টে বিরাট জয় ভারতের, সৌরভকে টপকালেন কোহলি

Previous articleঋণের টাকা ফেরত চাইতে গিয়ে মার খেলেন ব্যাঙ্ক ম্যানেজার
Next articleরাজস্ব জমা দিতে আর লাইন নয়, এবার অনলাইনেই রাজস্ব জমা