কেন্দ্রকে RBI-এর বিপুল ঋণ প্রদান নিয়ে প্রশ্ন তুললেন মমতা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় দাঁড়িয়ে বুধবার আবারও রাজ্যের মানুষকে দেশ জুড়ে চলা অপশাসনের বিদ্ধে রুখে দাঁড়াবার ডাক দিলেন তৃণমূল নেত্রী। মেয়ো রোডের গান্ধীমূর্তি সংলগ্ন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভাস্থল ছিল কানায় কানায় পূর্ণ। বিপুল জমায়েতে দাঁড়িয়ে মমতার বার্তা, রাজ্যের ছাত্র যুবরা ভয় পাবেন না। ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রতিবাদে সরব হন।

এই সমাবেশ থেকে আরবিআই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 1.76 লক্ষ কোটি টাকা লভ্যাংশ হিসাবে কেন্দ্রীয় সরকারকে তুলে দিল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের কাছে গচ্ছিত থাকা সোনাও চলে যাচ্ছে। এরপর দেশ কোনও বড় বিপদে পড়লে কে সামলাবে? প্রশ্ন তোলেন তিনি। ‌‌

আরও পড়ুন-নারদ-কাণ্ডে জড়িয়ে গেলো বিজেপি, CBI তলব শোভন চট্টোপাধ্যায়কে