রাণু নিয়ে দুই তরফেই চরম বাড়াবাড়ি

ভেবেছিলাম এইসব ভুলভাল পোস্ট করবোই না কিন্তু রানু মন্ডল কে নিয়ে পাগল ভালোবাসা আবার ওর কথা শুনে ওকে প্রচন্ড তিরস্কার ..দুটোই বিরক্তিকর হয়ে যাচ্ছে …কি ভেবেছিলাম আমরা,স্টেশনে গান গাওয়া এক ভিখারি,স্রেফ ভালো গলার দৌলতে লতা মঙ্গেস্কর হয়ে গেলো?গান সাধনার জিনিস,তার কোনো দাম নেই?দুটো এর তার গান সুরে গেয়ে দিলেই আমি গানের শিল্পী হয়ে গেলাম?এদের বাথরুম সিঙ্গার বড়োজোর বলা যেতে পারে!…কায়দা করলো বেসরকারি টিভি চ্যানেল,স্রেফ TRP বাড়ানোর ধান্দায় একটা নতুনত্ব চমক আনলো,যেন কত প্রতিভা ওরা দেশে খুঁজে বেড়াচ্ছে,একবার অনু কাপুর লতাজির গানে নাকি থুতু চোখে লাগিয়ে কাঁদছে দেখিয়ে বিশাল সুর ভক্ত প্রমান করতে গিয়ে ধরা পড়ে গেছিলো,ঠিক সেই রকম কান্নাকাটি করে শো এর TRP বাড়িয়ে কোটি কোটি টাকা মুনাফা লুটে নিলো ওই চ্যানেল! হিমেশ এর ওই নাকি গলা শুনে লতাজি ওকে একবার অপমান করেছিলেন এবার হিমেশ একে নিয়ে বদলা নেওয়ার চেষ্টা ..কতবড়ো মূর্খ ভেবে দেখলো না!…সেই হটাৎ গায়িকা ফিরে এসে ওর গডফাদার সেই ছেলেটি যে ওর ভিডিও ভাইরাল করে মুম্বাই নিয়ে যায় তাকে চাকর বলে দিলো ..আমাদের রাগ হয়ে গেলো?কেন ?…একটা ভিখিরির ড্রেস দেখেই তার শিক্ষা ভুলে গেলাম?এর বাচ্ছা তার ছেলে গালাগালি দিয়ে যার দিন কাটতো সে কি প্রেসিডেন্সির প্রিন্সিপাল এর মতো কথা বলবে?আমরা তাকে যেরকম মূর্খের মতো গায়িকা ভেবে চমকিত হচ্ছি সেই রকমই মূর্খের মতোই ওই রানুর কথায় দুঃখিত হচ্ছি ..আরে বাবা দুটো পয়সা যদি ওর কপালে জোটে ক্ষতি কি?আমি ওর দুদিনের এই স্বপ্নের যাত্রায় ওর পক্ষেই আছি,ওর এই আতসবাজি মার্কা উত্থানের বারুদ খুবই কম,সে কদিন একটা গরিবের কিছু লাভ হলে সেই ভগবানের চাকরটি ও আমি খুশিই হবো