Sunday, January 18, 2026

রাণু নিয়ে দুই তরফেই চরম বাড়াবাড়ি

Date:

Share post:

ভেবেছিলাম এইসব ভুলভাল পোস্ট করবোই না কিন্তু রানু মন্ডল কে নিয়ে পাগল ভালোবাসা আবার ওর কথা শুনে ওকে প্রচন্ড তিরস্কার ..দুটোই বিরক্তিকর হয়ে যাচ্ছে …কি ভেবেছিলাম আমরা,স্টেশনে গান গাওয়া এক ভিখারি,স্রেফ ভালো গলার দৌলতে লতা মঙ্গেস্কর হয়ে গেলো?গান সাধনার জিনিস,তার কোনো দাম নেই?দুটো এর তার গান সুরে গেয়ে দিলেই আমি গানের শিল্পী হয়ে গেলাম?এদের বাথরুম সিঙ্গার বড়োজোর বলা যেতে পারে!…কায়দা করলো বেসরকারি টিভি চ্যানেল,স্রেফ TRP বাড়ানোর ধান্দায় একটা নতুনত্ব চমক আনলো,যেন কত প্রতিভা ওরা দেশে খুঁজে বেড়াচ্ছে,একবার অনু কাপুর লতাজির গানে নাকি থুতু চোখে লাগিয়ে কাঁদছে দেখিয়ে বিশাল সুর ভক্ত প্রমান করতে গিয়ে ধরা পড়ে গেছিলো,ঠিক সেই রকম কান্নাকাটি করে শো এর TRP বাড়িয়ে কোটি কোটি টাকা মুনাফা লুটে নিলো ওই চ্যানেল! হিমেশ এর ওই নাকি গলা শুনে লতাজি ওকে একবার অপমান করেছিলেন এবার হিমেশ একে নিয়ে বদলা নেওয়ার চেষ্টা ..কতবড়ো মূর্খ ভেবে দেখলো না!…সেই হটাৎ গায়িকা ফিরে এসে ওর গডফাদার সেই ছেলেটি যে ওর ভিডিও ভাইরাল করে মুম্বাই নিয়ে যায় তাকে চাকর বলে দিলো ..আমাদের রাগ হয়ে গেলো?কেন ?…একটা ভিখিরির ড্রেস দেখেই তার শিক্ষা ভুলে গেলাম?এর বাচ্ছা তার ছেলে গালাগালি দিয়ে যার দিন কাটতো সে কি প্রেসিডেন্সির প্রিন্সিপাল এর মতো কথা বলবে?আমরা তাকে যেরকম মূর্খের মতো গায়িকা ভেবে চমকিত হচ্ছি সেই রকমই মূর্খের মতোই ওই রানুর কথায় দুঃখিত হচ্ছি ..আরে বাবা দুটো পয়সা যদি ওর কপালে জোটে ক্ষতি কি?আমি ওর দুদিনের এই স্বপ্নের যাত্রায় ওর পক্ষেই আছি,ওর এই আতসবাজি মার্কা উত্থানের বারুদ খুবই কম,সে কদিন একটা গরিবের কিছু লাভ হলে সেই ভগবানের চাকরটি ও আমি খুশিই হবো

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...