প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র ইস্তফা দিলেন।

1967-র উত্তরপ্রদেশ ব্যাচের আইএএস মিশ্র এমন একটা সময়ে অবসর নিচ্ছেন যখন গত ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) এসে ঠেকেছে 5 শতাংশে, গত ছ’বছরে যা সর্বনিম্ন।
প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র সীতাংশু কর জানিয়েছেন, তাঁর ইস্তফাপত্র পেয়েই প্রধানমন্ত্রী নৃপেন্দ্র মিশ্রকে অনুরোধ করেছেন আগামী 2 সপ্তাহ কাজ করার জন্য।
প্রধানমন্ত্রীর অন্যতম বিশ্বস্ত সহযোগী নৃপেন্দ্র মিশ্র 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার সময় থেকেই প্রিন্সিপাল সেক্রেটারির পদ সামলাচ্ছিলেন । একাধিক বার প্রধানমন্ত্রী তাঁর কর্মদক্ষতার প্রশংসা করেছেন।
পিএমও জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন নৃপেন্দ্র মিশ্র।
