ইস্তফা দিলেন প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি

প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র ইস্তফা দিলেন।

1967-র উত্তরপ্রদেশ ব্যাচের আইএএস মিশ্র এমন একটা সময়ে অবসর নিচ্ছেন যখন গত ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) এসে ঠেকেছে 5 শতাংশে, গত ছ’বছরে যা সর্বনিম্ন।
প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র সীতাংশু কর জানিয়েছেন, তাঁর ইস্তফাপত্র পেয়েই প্রধানমন্ত্রী নৃপেন্দ্র মিশ্রকে অনুরোধ করেছেন আগামী 2 সপ্তাহ কাজ করার জন্য।
প্রধানমন্ত্রীর অন্যতম বিশ্বস্ত সহযোগী নৃপেন্দ্র মিশ্র 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার সময় থেকেই প্রিন্সিপাল সেক্রেটারির পদ সামলাচ্ছিলেন । একাধিক বার প্রধানমন্ত্রী তাঁর কর্মদক্ষতার প্রশংসা করেছেন।
পিএমও জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন নৃপেন্দ্র মিশ্র।

Previous articleমোদির নাম মুখে আনতেই বিদ্যুৎস্পৃষ্ট পাক রেলমন্ত্রী!
Next articleবিশ্বের সবথেকে উঁচু ব্রিজ তৈরি হচ্ছে এ দেশেই, জানেন উচ্চতা ?