বিশ্বের সবথেকে উঁচু ব্রিজ তৈরি হচ্ছে এ দেশেই, জানেন উচ্চতা ?

বিশ্বের সবথেকে উঁচু ব্রিজ তৈরি হচ্ছে এ দেশেই। এই উদ্যোগ নিয়েছে উত্তর পূর্ব রেল। মনিপুরের জরিবাম থেকে ইম্ফলের মধ্যে তৈরি হবে এই ইস্পাতের ব্রিজ। এই ব্রিজ তৈরি শেষ হওয়ার কথা 2020 তে। জানা গিয়েছে, এই ব্রিজের মাধ্যমে মনিপুর ইম্ফল কে ব্রডগেজ লাইনের সঙ্গে যুক্ত করাই উদ্দেশ্য। ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, এটি 164 নম্বর ব্রিজ। এমনকি, কুতুব মিনারের থেকেও এই ব্রিজের উচ্চতা বেশি। এর উচ্চতা 141 মিটার।

2008 সালে এই প্রকল্পের সূত্রপাত হয়। ব্রিজ তৈরিতে ব্যয় হচ্ছে 13 হাজার 109 কোটি টাকা। কানপুর ,রূর্কী, গুয়াহাটি এই তিন আইআইটির সহায়তায় তৈরি হচ্ছে এই ব্রিজ।

Previous articleইস্তফা দিলেন প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি
Next articleঐতিহাসিক মুহূর্ত! এই প্রথম ডার্বির টস হবে স্বর্ণমুদ্রায়