বীরভূমে লাগাতার বোমা উদ্ধার, গ্রেফতার এক 

বীরভূম : ফের বীরভূমে বোমা উদ্ধার। শুক্রবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একাধিক জায়গা থেকে প্রচুর বোমা উদ্ধার করে। মাড়গ্রাম থানার বসোয়া গ্রামে একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় 50 টি বোমা উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, রামপুরহাট থানার পুলিশ ঘিয়াগড়িয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে একটি ভ্যান চালকের বাড়িতে তল্লাশি চালিয়ে এক ড্রাম বোমা উদ্ধার করে। মাইজুল শেখ নামে ওই ভ্যান চালককে পুলিশ আটক করছে। দুটি বোমাস্থল পুলিশ ঘিরে রেখেছে।

আরও পড়ুন-রাতের অন্ধকারে এই স্কুলে লুটপাট, খোয়া গেল নগদ প্রায় 1.25 লক্ষ টাকা

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সদাইপুর থানার রেঙ্গুনী গ্রামে তৃণমূলের বুথ সভাপতি বদরুজ্জার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ, শুক্রবার গভীর রাতে সেই বাড়ির পাশ থেকে 18 টি বোমা উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ।

বীরভূম জেলা জুড়ে লাগাতার বোমা উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বাসি আতঙ্কে। পাশাপাশি পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এক কথায় বীরভূম এখন বারুদের স্তুপে দাঁড়িয়ে। রাজনৈতিক ক্ষমতা দখলের জন্যই কি বীরভূম দিনদিন অগ্নিগর্ভ হয়ে উঠছে?

আরও পড়ুন-চায়ের আড্ডায় গিয়ে সাতসকালে আক্রান্ত দিলীপ, গো ব্যাক স্লোগান!

Previous articleরাতের অন্ধকারে এই স্কুলে লুটপাট, খোয়া গেল নগদ প্রায় 1.25 লক্ষ টাকা
Next articleবিধানসভায় হঠাৎ হাজির মুকুল