গোয়েন্দা পুলিশের বাড়িতেই ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার টলিগঞ্জের পুলিশ আবাসনের ঘরের ভিতরে লোক থাকাকালীনই বারান্দার গ্রিল কেটে আলমারি থেকে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর। চুরির ঘটনাটি ঘটেছে গোয়েন্দা পুলিশ বিভাগের সাব ইনস্পেক্টর শেখ গোলাম মুস্তাফার পুলিশ আবাসনের দোতলার ফ্ল্যাটে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করছে। অপরাধী এখনও অধরা।

আরও পড়ুন-‘চায়ে পে চর্চায়’ এসে তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে দিলীপ ঘোষ, উত্তপ্ত লেকটাউন

তদন্তকারীদের অনুমান চোর আগে থেকে সবরকম খোঁজ খবর নিয়েই তাঁর বাড়িতে চুরি করতে ঢুকেছে। গোলাম মুস্তাফার মেয়ে শাবানা মুস্তাফা এই চুরির ঘটনার সাথে তাঁদের পরিচিত কারোর যোগসাজশ থাকতে পারে বলে সুন্দেহ প্রকাশ করেছে। পুলিশ এলাকার সমস্ত সিসি টিভি ফুটেজ খটিয়ে দেখবে বলে জানিয়েছে। পুলিশের আবাসনে এই চুরির ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা। তঁদের আভিযোগ যারা সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব নেয় তাঁদের নিজেদের আবাসনের নিরাপত্তা কথায়?

আরও পড়ুন-পিকের নয়া আইডিয়া: দলীয় সাংসদ, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা

