উত্তরপাড়ায় বৃহত্তম জল প্রকল্প পরিদর্শন করল কেএমডিএ-র সিইও

হুগলী: উত্তরপাড়ায় প্রস্তাবিত গঙ্গার ধারে ফ্লিমসিটির জায়গায়, স্বাধীনতার পর বাংলায় বৃহত্তম জল প্রকল্প ও ইকো পার্কের কাজ পরিদর্শন করলেন কেএমডিএ-র সিইও অন্তরা আচার্য।

রথের দিনই মাহেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছিলেন উত্তরপাড়া কোতরং এলাকার জল প্রকল্পের পাশাপাশি একটি ইকো পার্ক নির্মাণের। যা হুগলী বাসীদের যথেষ্ঠ আনন্দের কারণ হয়েছিল,ঠিক তার পরের দিনই এই কেএমডি এর শীর্ষ আধিকারিক ও উত্তরপাড়া পুরসভার পুর প্রধানকে সঙ্গে।

আনুমানিক 1600 কোটি টাকার খরচে হুগলীর মোট 7টি পুরসভা ও 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ এই জল প্রকল্পের সুফল পাবে।

এই জন্য ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে কে এমডিএ।

এই প্রকল্পের ফলে গঙ্গা থেকে জল তুলে পরিশোধন করে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া,শ্রীরামপুর, ডানকুনি, চাপদানী, বৈদ্যবাটি পুরসভা ও কানাইপুর, নবগ্রাম, রঘুনাথপুর,পেয়ারাপুর ও রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।

এই গোটা প্রকল্পের বিষয় উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান ” এই উত্তরপাড়া এলাকার ও হুগলী জেলার মানুষের জলের চাহিদার কথা বিবেচনা করে তিনি রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে আবেদন জানান এরপর 1600কোটি টাকা বরাদ্দ করে রাজ্যে সরকার।

এখন শুধু সময়ের অপেক্ষা মানুষ ফ্লিম সিটির স্বপ্ন ভুলে কত শীঘ্র এই বাংলার সর্ব বৃহৎ জল প্রকল্পের সুফল পায়।

 

Previous articleরাজ্যের মধ্যস্থতায় সোমবার থেকে ঘোষিত আলু ব্যবসায়ীদের ধর্মঘট আপাতত প্রত্যাহার
Next articleNRC নিয়ে ক্ষুব্ধ অধীর কী বললেন জেনে নিন