রাজ্যের মধ্যস্থতায় সোমবার থেকে ঘোষিত আলু ব্যবসায়ীদের ধর্মঘট আপাতত প্রত্যাহার

সোমবার থেকে আলু ব্যবসায়ীদের নির্দিষ্ট ধর্মঘট আপাতত হচ্ছে না। আসন্ন দুর্গাপুজোর মাসখানেক আগে থেকে খোলাবাজারে আলুর দাম বৃদ্ধির প্রচেষ্টা থেকে আপাতত রেহাই পাচ্ছে জনসাধারণ। তবে তা কতদিনের জন্য সে ব্যাপারে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। দিন কয়েক আগে আলু রাখার জন্য ব্যবহৃত হিমঘরগুলির মালিকরা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, 2রা সেপ্টেম্বর থেকে কুইন্টাল প্রতি ন’টাকা করে বেশি ভাড়া নেওয়া হবে। অন্যান্য বছরের মত এর ফলে পুজোর মরসুমের আগেই খোলাবাজারে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়। হিমঘর মালিকদের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন আলু ব্যবসায়ীরা। তারা হুঁশিয়ারি দেন, সোমবার থেকে হিমঘরে আলু রাখবেন না বরং উপায়ান্তর না থাকায় ধর্মঘটের পথে যাবেন। তবুও হিমঘর মালিকরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রাখেন । অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। হিমঘর মালিক ও ব্যবসায়ীদের টানাপোড়েনের ফলে জনমানসে বিরূপ প্রভাব পড়তে পারে আশঙ্কা করে সমস্যার সমাধানে রাজ্য সরকার এগিয়ে আসে। জট ছাড়াতে আলু ব্যবসায়ীদের সংগঠনের প্রতিনিধিদের নবান্নে ডেকে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। তারপর নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফে হিমঘর মালিকদের জানানো হয়, আপাতত বর্ধিত ভাড়া না নিতে। এ নিয়ে হিমঘর মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেন, আপাতত তাঁরা বেশি ভাড়া নেবেন না। হিমঘর মালিকদের তরফে এই আশ্বাস পাওয়ার পর আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।
তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার, হিমঘরের মালিক ও আলু ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক বৈঠকের দাবিও উঠছে।

Previous articleমশার লার্ভার খোঁজে ড্রোন উড়ল হাবড়ার আকাশে
Next articleউত্তরপাড়ায় বৃহত্তম জল প্রকল্প পরিদর্শন করল কেএমডিএ-র সিইও