রণক্ষেত্র শ্যামনগর, আক্রান্ত অর্জুন সিং

ফের উত্তপ্ত শ্যামনগর। লোকসভা নির্বাচনের আগে থেকে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক কারণে উত্তপ্ত হতে দেখা গিয়েছে ভাটপাড়া ও শ্যামনগর এলাকা। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে খবরের শিরনামে উঠে না আসলেও রবিবার সকালে ফের রণক্ষেত্রের চেহারা নিয়েছে শ্যামনগর। দুষ্কৃতীদের শিকার সাংসদ অর্জুন সিং। বিজেপির অভিযোগ ওই দুষ্কৃতীরা আসলে তৃণমূলের। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

বিজেপি সূত্রের খবর, রবিবার সকালে শ্যামনগর এলাকায় অবস্থিত বিজেপির 3টি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল। গেরুয়া শিবিরের পতাকা খুলে তৃণমূল কংগ্রেসের ফেস্টুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই ভাঙচুর চালায় তৃণমূল কর্মী, সমর্থকরা। রাস্তায় দাঁড় করানো বাইক ভাঙচুর করে। এমনকি, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। বেলচা দিয়ে মেরে ভেঙে দেওয়া হয় অর্জুন সিংয়ের গাড়ির কাচ। পুলিশ সব দেখেও নির্বিকার ছিল বলে অভিযোগ সাংসদের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ওই পার্টি অফিসগুলি তৃণমূলের ছিল। বিজেপি জবরদখল করেছিল। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন-দুষ্কৃতীদের আক্রমণে ভস্মীভূত তৃণমূল পার্টি অফিস

 

Previous articleরাজ্যের আরও 62টি স্টেশনে বসবে ওয়াই-ফাই
Next articleওনাম ভারতের একটি বিখ্যাত উৎসব, কীভাবে পালন হয় জানেন?