পাঁচটি রাজ্যের জন্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হল। তেলেঙ্গানার প্রথম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তমিলিসাই সৌন্দররাজন। হিমাচল প্রদেশের রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়। রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে কলরাজ মিশ্রকে। কেরলের রাজ্যপালের দায়িত্বে আরিফ মহম্মদ খান। মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছেন ভগত সিং কোশারি।

আরও পড়ুন-রোমিলা থাপারকে জানাতে হবে তিনি কী কী কাজ করেছেন!
