নিশ্চয়ই চিনতে পারছেন না? ঠিকই, চিনতে পারার কথাও নয় । এনার নাম স্বাতী মন্ডল । সম্পর্কে খ্যাতির শিখরে পৌঁছে যাওয়া রানুদির মেয়ে। এনার মাকে খেতে দেওয়ার নাকি ক্ষমতা ছিল না। ছবিগুলো দেখুন বুঝতে পারবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। অথচ মা প্রচারের আলোয় আসতেই ফের হাজির রানুদির মেয়ে।
