Thursday, August 28, 2025

বনধের নামে ব্যারাকপুর জুড়ে তাণ্ডব গেরুয়া বাহিনীর, পাল্টা পথে তৃণমূল

Date:

শ্যামনগর-জগদ্দলে রবিবারের গোলমাল ও সাংসদ অর্জুন সিংয়ের আক্রান্ত হওয়ার প্রতিবাদে আজ, সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 12 ঘণ্টার বন্‌ধ ডেকেছে বিজেপি। এদিন সকাল থেকেই সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। অশান্তি এড়াতে প্রচুর পুলিশ এবং র‌্যাফ মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও ব্যারাকপুর, জগদ্দল, কাঁকিনাড়া-সহ বিভিন্ন জায়গা সকাল থেকেই বিজেপি কর্মীদের তাণ্ডবের ফলে অশান্ত হয়ে উঠেছে।

অভিযোগ, যাত্রীবাহী গাড়ি গুলি থেকে জোর যাত্রীদের টেনে নামিয়ে দিয়েছে বিজেপি কর্মীরা। কোথাও জোর করে দোকানপাট বন্ধ করিয়ে দেওয়া হয়। দফায় দফায় চলছে যশোর রোড, বারাসত–ব্যারাকপুর সড়ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ। চটকলগুলোর মূল গেটের সামনে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করছে। কারখানায় ঢুকতে দেওয়া হয়নি চটকল শ্রমিকদের।

আরও পড়ুন-চায়ের দোকানে ঢুকে গেল লরি, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 5

কল্যাণী এক্সপ্রেসওয়ের খয়রাপুর মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি কর্মী, সমর্থকরা। কাঁকিনাড়া স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ করলেও পরে পুলিশ গিয়ে তা উঠিয়ে দেয়। সপ্তাহের প্রথম কাজের দিনেই এই গন্ডগোলে চরম অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ।

বন্‌ধের সমর্থনে মিছিলও করেছে গেরুয়া বাহিনী। বন্‌ধের বিরোধিতায় পাল্টা মিছিল করেছে তৃণমূলও। রবিবারে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছেন 11 জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে চারজন ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা গুরুতর। রবিবারের ঘটনায় এপর্যন্ত মোট 13 জনকে গ্রেফতার এবং স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন-সব্যসাচী দত্ত’র গনেশ পুজোর উদ্বোধনে দিলীপ-মুকুল, ত্রিসীমানায় নেই তৃণমূল

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version