Friday, December 5, 2025

কলকাতায় ফিরেই ‘পাল্টি’ শোভন-বৈশাখী, বেইজ্জতের চূড়ান্ত রাজ্য বিজেপি

Date:

Share post:

বঙ্গ-বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন শোভন-বৈশাখী জুটি।

দিল্লিতে তথাকথিত ‘মিটমাট’ করে মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে নামার পর উল্টো সুর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।
দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে বৈঠকের পর এই দু’জনই সমস্যা মিটে যাওয়ার দাবি করেছিলেন। অথচ এদিন কলকাতা বিমানবন্দরে নামতেই উল্টোদিকে ঘুরে গেলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও তাঁর সখী। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভন ও বৈশাখী বলেন, “আমাদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে এটা ভাববেন না। মুকুল দা’কে সব বলে এসেছি”।

ওদিকে দিল্লিতেই মুকুল রায়ের সঙ্গে কথা বলার পর শোভন বলেছিলেন,”কিছু সমস্যা হয়েছিল। কথা বললাম, মিটে গিয়েছে।” শোভনের সুরে বৈশাখীও মন্তব্য করেছিলেন, ”গত কয়েকদিনে সংবাদপত্রগুলিতে আমাদের বিজেপি ছাড়া নিয়ে বিভিন্ন লেখা বেরিয়েছে। তবে একথা বলে রাখি, এসবই মিথ্যা। বিজেপি ছাড়ার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা বিজেপিতেই আছে। আমার কিছু অভিমান এবং কষ্ট হয়েছিল। মুকুলদাকে তা জানিয়েছি। এখন সমস্যা মিটে গিয়েছে।”
আর কলকাতায় ফিরে দু’জন মিলেই বললেন, “আমাদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে এটা ভাববেন না”। এই বক্তব্যে স্পষ্টই ধরা গিয়েছে শোভন-বৈশাখীর দিল্লি ও কলকাতার মন্তব্যের সঙ্গে ন্যূনতম মিলও নেই।
শোভন-বৈশাখীর সর্বশেষ মন্তব্যে নিশ্চিতভাবেই ফের অস্বস্তিতে পড়লো বঙ্গ-বিজেপি তথা দিলীপ ঘোষ। বিমানবন্দরে শোভনদের এই প্রতিক্রিয়ার পর বঙ্গ- বিজেপির অন্দরে ঝড় উঠেছে। সর্বস্তরেই এই দাবি, এই মুহূর্তেই শোভন-বৈশাখীকে দল থেকে না তাড়ালে দলের শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট থাকবেনা।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...