মহারাষ্ট্রের ওএনজিসি প্ল্যান্টে প্রকাণ্ড অগ্নিকান্ডে অন্ততপক্ষে পাঁচ প্রাণহানি

মহারাষ্ট্রের উরণে আজ মঙ্গলবার সকাল সাতটা নাগাদ বিরাট এক অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে পাঁচ জনের প্রাণহানি হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সংবাদে প্রকাশ, ওএনজিসি প্লান্টের গ্যাস প্রসেসিং ইউনিটে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডটি ঘটেছে। আগুনের প্রাবল্য এত বেশি যে, বহুদূর থেকে আগুনের লেলিহান শিখা এবং আকাশঢাকা কালো ধোঁয়া দেখা যাচ্ছে। দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা করছে আগুনকে নিয়ন্ত্রণে আনার। জানা গিয়েছে, যে সময় আগুন লেগেছে সেই সময় কয়েকজন কর্মচারী সেখানে কাজ করছিলেন। আগুনের তাপে অন্তত পাঁচজন ঝলসে প্রাণ হারিয়েছেন। কিভাবে আগুন লেগেছে তা না জানা গেলেও এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য আগুন নিয়ন্ত্রণে আনার। সেই প্রচেষ্টাই করে চলেছেন দমকল বাহিনীর সদস্যরা। অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছেন। যদিও প্ল্যান্টের একটি অংশে আগুন লেগেছে তবুও আশঙ্কা করা হচ্ছে আগুন ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ড বিশাল আকার ধারন করতে পারে। সেক্ষেত্রে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

Previous articleপোস্টমর্টেম ব্যারাকপুর: অর্জুনের বাড়ি থেকেই দুষ্কৃতীদের পরিকল্পিত হামলা! সংযমী ছিল পুলিশ
Next articleজনগণের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র নিবাসে “গণপতি বাপ্পা”র আরাধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়