বিজপিতে ঢোকার পরেই ল্যাজেগোবরে হয়ে দল ছাড়তে চলা শোভন ও বৈশাখীকে ধরে রাখার শেষ চেষ্টায় তাঁদের সঙ্গে বৈঠক করলেন মুকুল। সকলেই বুঝছেন এতকিছুর পর এখন শোভন দল ছাড়লে তাঁদের সবার মুখ পুড়বে।

সোমবার রাত একটা পর্যন্ত 181 সাউথ অ্যাভিনিউতে মুকুলের বাড়িতে বৈঠক চলে। মুকুল বোঝান তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বৈশাখী তাঁদের ক্ষোভের কথা বলেন। রাজ্য বিজেপির একাধিক নেতানেত্রীর আচরণে তাঁরা অসন্তুষ্ট, বুঝিয়ে দেন। এহেন পরিস্থিতিতে দুপক্ষই একটু সময় নিচ্ছেন।

মুকুল দিল্লির নেতাদের সঙ্গে কথা বলবেন। বৈশাখীকে মাথা ঠান্ডা রাখতে বলেন তিনি।
