এবার হিন্দি ছবি পরিচালনা করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল

মুম্বাইয়ে হিন্দি ছবি করার প্রস্তব পেয়েছেন পরিচালক অরিন্দম শীল। সম্প্রতি তাঁর পরিচালিত ছবি “মিতিন মাসির” টিজার মুক্তি পেয়েছে।  আর তাতে দর্শকের জনপ্রিয়তা চোখে পড়ার মত। তবে এবার তিনি হাত পাকাতে চলেছেন হিন্দি ছবি পরিচালনায়। ইতিমধ্যে তিনি দুটি ছবির অফার পেয়েছেন । একটি নেটফ্লিক্স অন্য আরেকটি অন্য নামী  প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন-বায়োপিকে সিন্ধুর ভূমিকায় কে জানেন?

একটি ছবির কনট্র্যাক্ট সাইনও করে ফেলেছেন তিনি। সেই ছবির শুটিং পরের বছরের প্রথম দিকে শুরু হওয়ার কথা। নেটফ্লিক্সের অফারও এসে গিয়েছে তাঁর কাছে, ছবির শুটিং হবে পরের বছরের মাঝামাঝি সময় থেকে। তবে তিনি তাঁর ছবির বিষয়বস্তু সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানায় নি। শুধু এইটুকু জানিয়েছেন যে তিনি ধনঞ্জয়-এর গল্পটা হিন্দিতে বলতে চান। তাঁর ছবির প্রধান বিষয়বস্তু ধনঞ্জয়। তবে কোন নামী সংস্থা এই ছবিটি বানাচ্ছেন সে নিয়ে তিনি এখনও মুখ খোলেন নি।

আরও পড়ুন-কলকাতার হতদরিদ্র পরিবারের দুই ক্ষুদের জিমন্যাস্টিকের ভিডিও ভাইরাল! রাতারাতি সেলিব্রিটি