2022 কাতার বিশ্বকাপে ঢাকে কাঠি পড়ে গেল। এই প্রথম ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে কাতারে। সেই নিয়ে ইতিমধ্যেই যে স্টেডিয়ামগুলিতে খেলা হবে, সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতি। আর এসবের মাঝেই মঙ্গলবার, দোহায় কাতার বিশ্বকাপের লোগো ও একটি বিশেষ ভিডিও বা প্রোমো প্রকাশিত হয়েছে।
3 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার ছিল কাতারের স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনেই এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে 2022 কাতার বিশ্বকাপের লোগো প্রকাশিত হয়ে গেল। জানা গিয়েছে, কাতারের মোট আটটি স্টেডিয়ামে বসবে ফুটবল বিশ্বকাপের আসর।
এই প্রথম ফুটবল বিশ্বকাপ হবে শীতকালে। কারণ কাতারের প্রচণ্ড গরমে খেলা সম্ভব নয়। তাই 21 নভেম্বর, 2022 থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। আর ফাইনাল হবে 18 ডিসেম্বর, 2022। এবারও থাকছে 32টি দল। তাই কাতার বিশ্বকাপের লোগো ও প্রোমো প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-ইউএস ওপেনের শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন ফেডেরার