চন্দ্রযান-2 নিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার

“চন্দ্রযান উৎক্ষেপনই প্রথম ভারতীয় মিশন? তাদের ক্ষমতায় আসার আগে যেন কোনও মিশনই ভারতে হয়নি? এটি আসলে অর্থনৈতিক বিপর্যয়ের থেকে দৃষ্টি সরাতেই এই প্রচেষ্টা।” আজ শুক্রবার বিধানসভায় নাম না করে এভাবেই বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন-রুদ্ধশ্বাস শেষ পনেরো মিনিট