ওড়িশা থেকে এবার আমাদের রাজ্যে বৃক্ষরোপন উৎসবে এগিয়ে এলো রাধা গোবিন্দ ফাউন্ডেশন। বিপুল সাড়া পাওয়া গেলো। আপামর মানুষ কে সঙ্গে নিয়ে ফাউন্ডেশনের প্রধান কর্ণধার পঞ্চানন মহান্তি এই মহান কাজে এগিয়ে এসেছেন বিগত চার বছর যাবৎ। তিনি কলকাতার একটি বহুজাতিক নির্মাণ শিল্প সংস্থার দায়িত্ত্বপূর্ণ পদে থেকেও নি:স্বার্থ ভাবে নিজের অর্থ খরচ করে এই কাজে ব্রতী হয়েছেন।

এখনো পর্যন্ত 3 হাজারের বেশি বৃক্ষরোপণ করে ফেলেছেন । পাশে পেয়েছেন তাঁর পরিবার , স্বজন ও বন্ধু বান্ধবদের।
মহান্তিবাবু বলেন, পরিবেশ কে বাঁচাতে একমাত্র বৃক্ষরোপণ দরকার। উনি আশা করেন রাজ্য জুড়ে আপামর মানুষ এগিয়ে আসবে। মনে রাখতে হবে গাছ লাগালেই হবে না । গাছ কে নিজের সন্তান এর মতো ভালোবেসে তাকে সুরক্ষিত করা প্রয়োজন।

Plantation Program by Radhagovinda Foundation , Odisha- 758022
