দলের নেতার বেআইনি প্রাসাদ ভাঙলো তৃণমূল পুরসভাই

জেলা তৃণমূলের এক হেভিওয়েট নেতার বেআইনি প্রাসাদ ভেঙ্গে গুঁড়িয়ে দিলো তৃণমূল পুরসভার বুলডোজার।
দোতলা এই বাড়িটি এলাকায় পরিচিত ছিলো ‘হোয়াইট-হাউস’ নামে।

বাঁশবেড়িয়া-মগরা তৃণমূলের কার্যকারী সভাপতি দেবরাজ পালের এই বেআইনি অট্টালিকাই ভেঙে দিলো তৃণমূল পরিচালিত বাঁশবেড়িয়া পুরসভা। পুরসভার চেয়ারম্যান অরিজিতা শীল বলেছেন, “এই দেবরাজ পাল দলের পদে থেকে এলাকায় বহু মানুষের জমি, বাড়ি জবর-দখল করেছিল। পুরসভা একাধিক অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছে। এই জমির মালিক ছিলেন পরেশচন্দ্র ঘোষ। তিনি মারা যাওয়ার পর জমিটির বর্তমান মালিক তাঁর জামাই। সেই জমি দখল করে দেবরাজ পাল নিজের অট্টালিকা তৈরি করেছিলো। প্রথমে বিষয়টি নিয়ে পুরসভার পক্ষ থেকে দেবরাজ পালের বাড়িতে চিঠি দিয়েছিলাম। তার কোনও উত্তর আসেনি। পরে চুঁচুড়া কোর্টের নির্দেশে মগরা থানার সাহায্যে বেআইনি অট্টালিকা ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন-দেবশ্রী ইস্যুতে দিলীপের দাবি নস্যাৎ করলেন মহুয়া

স্থানীয় মানুষের অভিযোগ, “দেবরাজ খুবই খারাপ লোক। তৃণমূলের প্রভাবশালী নেতা। কাটমানির টাকায় এই বাড়ি তৈরি করেছিলো”। এদিনই জমিটি ফিরিয়ে দেওয়া হয়েছে মালিকের হাতে। হুগলি জেলা জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেছেন, “মগরার দেবরাজ পালের সঙ্গে তৃণমূলের এখন কোনও সম্পর্ক নেই। দল বেআইনি কাজ সমর্থন করে না। পুরসভা আইন অনুযায়ী কাজ করেছে।” জমির মালিক সিদ্ধার্থ তরাত বলেছেন, ‘‘পুরসভার পদক্ষেপে আমরা খুশি। 2014 সালে দেবরাজ রিভলবার দেখিয়ে সামান্য টাকা দিয়ে জমিটা দখল করে নেয়। এরপর বহুবার অনুরোধ করা হলেও জমি ফেরত দেয়নি। জমি ফেরতের দাবি নিয়ে শাসক দলের মন্ত্রীদের জানালেও কোনও লাভ হয়নি। এরপর আদালতে অভিযোগ জানাই। আদালতের রায়ে জমি ফিরে পেয়েছি।’’

আরও পড়ুন-দাপিয়ে বেড়াচ্ছে 322 টি হাতির দল, রাতের ঘুম ছুটেছে ঝাড়গ্রামবাসীর

Previous articleবিধানসভায় ডেঙ্গু বিতর্ক, যা বললেন মুখমন্ত্রী
Next articleপ্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন প্রেসিডেন্ট মুগাবে