‘নিম্নরুচির পরিচয়’! রানু মণ্ডল নিয়ে লতার মন্তব্যে প্রতিক্রিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত এডিটরের

হিমেশ রেশমিয়ার হাত ধরে গান রেকর্ড করে জীবন বদলে গিয়েছে রানু মন্ডলের। একদিন যাঁর মাথা গোঁজার ঠাই ছিল না, আজ তাঁর জীবনে কোন কিছুর অভাব নেই। টাকা, সম্মান কী নেই! তবে রানুর সাফল্য নিয়ে বেশ কড়া মন্তব্য করেছেন মেলেডি কুইন লতা মঙ্গেশকর। তাঁর মতে কাউকে ‘কপি’ করে বেশিদূর এগনো সম্ভব নয়।

কিন্তু লতার এহেন মন্তব্য আহত করেছে নেটিজেনদের। অনেকের মতে একজন সাধারণ মানুষ যিনি নিজের প্রতিভায় সবে একটু প্রচারের আলো দেখছেন তার প্রতি লতা এতটা নির্দয় না হতেই পারতেন। একটু উদার হতেই পারতেন লতা।

লতা মঙ্গেশকরের এই মন্তব্যে আহত হওয়ার তালিকায় রয়েছেন বলিউড তারকা অপূর্ব আসরানি। রানুকে নিয়ে লতার এই মন্তব্যেকে ‘নিম্নরুচির পরিচয়’ বলে ট্যুইট করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এডিটর আসরানি।