চন্দ্রযান অবতরণে বিলম্ব

চন্দ্রযান অবতরণে বিলম্ব। উদ্বিগ্ন ইসরোর বিজ্ঞানীরা। ইসরো জানিয়েছে আমরা অপেক্ষা করছি সংকেতের। এখনও ছবি পাঠাতে পারেনি বিক্রম।

এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে চন্দ্রযান সেটা জানা যাচ্ছে না। ইসরো জানিয়েছে, কিছু সময় পরে চন্দ্রযানের সঠিক অবস্থান জানানো হবে।

অবতরণের কয়েক মিনিট আগে কী কারণে বাধা এল, এখনও সামনে আনেনি ইসরো। জানা গেছে, ল্যান্ডার থেকে সঙ্কেত পাওয়ার চেষ্টা চলছে।

Previous articleপ্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব কেমন আছেন? হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা
Next articleইসরোর বিজ্ঞানীদের সাহস দিলেন প্রধানমন্ত্রী