আর মাত্র কয়েক মুহূর্ত, চাঁদের মাটিতে ঘোরাফেরা শুরু করবে প্রজ্ঞান

আর মাত্র কয়েক মুহূর্ত । ভারতীয় সময় শুক্রবার গভীর রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুর 70.9° অক্ষাংশে ‘মানজিনাস-সি’ ও ‘সিম্পেলিয়াস-এন’ ক্রেটার বা গহ্বরের মাঝামাঝি কোনও একটি সমতল এলাকায় নেমে পড়বে বিক্রম। জায়গাটা উঁচুনীচু মনে হলে তাকে এড়িয়ে 67.7° অক্ষাংশে নামতে হবে বিক্রমকে, এমনই জানিয়েছেন বিজ্ঞানীরা। তার পর শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিক্রমের শরীর থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে ঘোরাফেরা শুরু করবে প্রজ্ঞান।