নারদ-তদন্তে ফের বিজেপি নেতা শোভনকে ডেকে পাঠালো CBI

দল বদল করেও স্বস্তি নেই। কোনও কিছুই তাঁর পক্ষে যাচ্ছে না। নতুন দলে এখনও ব্রাত্য। নারদ-তদন্তে CBI-ও রেয়াত করছে না।
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে CBI ফের তলব করেছে। আগামী বুধবার তাঁকে নিজাম প্যালেসের CBI-এর দফতরে হাজির হতে বলা হয়েছে। ওই দিন তাঁর ‘ভয়েস স্যাম্পেল’ নেওয়া হতে পারে। একই সঙ্গে জেরা করাও হতে পারে। নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে VDO-টি প্রকাশ করেছিলেন, তাতে দেখা গিয়েছে, পুরসভার সদর দফতরে বসেই তোয়ালে জড়িয়ে টাকা নিচ্ছেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু। নারদ-কাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কেও আগে কয়েকবার জেরা করা হয়েছিলো। একই অভিযোগে জেরা করা হয়েছে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও।

আরও পড়ুন – মুকুল রায়ের কোনও কনট্রিবিউশন নেই, শোভন এখন জিরো, বিস্ফোরক দিলীপ ঘোষ

 

Previous articleবিবাদী বাগ বিস্ফোরণ: স্থানীয় এলাকার বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে KMRCL
Next articleবেহালায় জেরার আগে মমতাকে আক্রমণ মুকুলের, পাল্টা দিলেন পার্থ