বিবাদী বাগ বিস্ফোরণ: স্থানীয় এলাকার বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে KMRCL

রবিবার সন্ধ্যায় বিবাদী বাগ চত্বরে হঠাৎই বিকট শব্দ-সহ বিস্ফোরণ ঘটে। স্টিফেন হাউজের সামনে মাটির নিচের বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ, দমকল। এদিন সকালে আবার বিস্ফোরণস্থল পরিদর্শনে যায় ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। বিস্ফোরণটি ঘটেছে আবার নির্মীয়মান মেট্রো প্রকল্পের পাশেই। তাই বউবাজারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ।

সম্প্রতি, বউবাজার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভেঙে পরে একের পর এক বাড়ি। ফাটল দেখা যায় আরও বেশকিছু বাড়িতে। ফলে বিবাদী বাগের ঘটনায় যাতে সেরকম কিছু না ঘটে, তাই তড়িঘড়ি বি বাদী বাগ এলাকার বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে কেএমআরসিএল। বিজ্ঞপ্তি মারফৎ জানানো হয়েছে, এলাকার পুরনো বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিল্ডিংয়ের ছবি তোলা হবে। বাড়ি বা বিল্ডিংয়ের মালিকানা কার, সেটা জেনে নিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা হবে।

আরও পড়ুন-মহরমে ভূস্বর্গে শিথিল নিষেধাজ্ঞা