মঙ্গলবার মহরম। এরই মধ্যে রবিবার কাশ্মীর উপত্যকায় মহরমের শোভাযাত্রা বন্ধ করতে কয়েক জায়গায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু এখন শ্রীনগর বাদে জম্মু-কাশ্মীরের কোথাও নিষেধাজ্ঞা নেই। কিন্তু এখনও স্বাভাবিক জীবনযাত্রা ফেরেনি কাশ্মীরে। রাস্তায় লোকজন খুব কম। বাসও চলছে না। সরকারি অফিসে লোক নেই। শিক্ষায়তনগুলিও বন্ধ রয়েছে। শ্রীনগরের মাইসুমা থানা অঞ্চলে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

আরও পড়ুন – চন্দ্র অভিযানে আরও এক বঙ্গতনয়
