ছাগলকে অ্যাম্বুলেন্স-এর ধাক্কা ঘিরে বিক্ষোভ, পথেই মৃত্যু সদ্যোজাতের

অ্যাম্বুলেন্সকে ঘিরে ধরে বিক্ষোভের জেরেই পৃথিবীর আলো দেখার ক্ষণিক পরেই মৃত্যু হল সদ্যোজাতর। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। ঘটনায় মায়ের অবস্থাও আশঙ্কাজনক।

গোলমালের সূত্রপাত একটি ছাগলকে নিয়ে। জানা গিয়েছে, ওই প্রসুতিকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁর বাড়ি যাওয়ার পথে একটি ছাগলকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। সামান্য জখম হয়েছে পোষ্যটি। আর তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে দলবল নিয়ে প্রসুতিকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ধরে ছাগলটির মালিক।

আরও পড়ুন – খারাপ প্রভাব ফেলে এমন বিজ্ঞাপন বন্ধ করতে কড়া রাজ্য

এখানেই শেষ নয়, প্রসুতির অবস্থা সংকটজনক জেনেও নির্মমভাবে পথ ছাড়তে চায়নি তারা। অবশেষে অনেক অনুনয়-বিনয়ের পর তারা পথ ছাড়ে। এই গোলমালের জেরে অনেকটা দেরি হয়ে যায়। হাসপাতাল পৌঁছাবার আগে পথেই সন্তান প্রসব করেন ওই মহিলা। কিন্তু শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় জন্মের একটু পরেই তার মৃত্যু হয়। ছাগল মালিকের এ হেন অমানবিক আচরণে গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন – নানুরে নিহত বিজেপি কর্মীর মরদেহ নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি! হাইকোর্টে যাচ্ছে পরিবার

Previous articleপাকিস্তানও রকেট ওড়াতে পারে! অভিনেতা আরশাদ ওয়ারসির ট্যুইট ঘিরে বিতর্ক
Next articleপুজোর শপিং সেরে বাড়ি ফেরার পথে দম্পতির পথ আটকালো চার দুষ্কৃতী! বাকিটা রুদ্ধশ্বাস