পাকিস্তানও রকেট ওড়াতে পারে! অভিনেতা আরশাদ ওয়ারসির ট্যুইট ঘিরে বিতর্ক

তাঁর কোনও ধারনা ছিল না যে, পাকিস্তানও রকেট ওড়াতে পারে। সম্প্রতি, এভাবেই পাকিস্তানকে কটাক্ষ করলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি। আরশাদের এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল সাইটগুলিতে ভাইরাল হয়েছে।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন আরশাদ। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, সবুজ এবং কমলা রঙের একটি ফানুস ওড়াচ্ছেন বেশ কিছু মানুষ। যা দেখে আরশাদ মন্তব্য করেন, পাকিস্তানও যে রকেট ওড়াতে পারে, সে বিষয়ে তাঁর কোনও ধারনাই ছিল না।

বলিউড অভিনেতার ওই ট্যুইট দেখার পরই নেটিজেনদের একাংশ মজা করলেও পাশাপাশি বিতর্কও শুরু করে দিয়েছে নেটিজেনদের আরেক অংশ ।

আরও পড়ুন – “তেরে লিয়ে হাম জিয়ে”: লতা ছাড়া আর কিছুই নেই এই ভক্তের জীবনে